নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি |
দেশের এক মাত্র নাইক্ষ্যংছড়িতে চাক সম্প্রদায়ের বসবাস। এই চাক সম্প্রদায়ের ছেলে-মেয়েরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। শিক্ষার্থীদের সংগঠিত চাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কতৃক এ প্রথম চাক সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ( ২৮ এপ্রিল) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তৃতা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তির পায়রা উড়ছে সর্বত্র। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আজ পাহাড়ের সব নৃ-গোষ্টি শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী সম্প্রীতির বন্ধনে আজ বসবাস করছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলের নাইক্ষ্যংছড়ির এক মাত্র দুই ইউনিয়নে বসবাসরত চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে। হয়ত চাকদের এ সম্মেলন হবে তাদের প্রথম আনুষ্ঠানিক জাতীয় সম্মলন। এতে তাদের নানা সুযোগ-সুবিধা,সমস্যা ও অধিকার নিয়ে তারা যা বলেছেন তার সবটুকু ক্রমান্বয়ে পুরণ করা হবে। সম্মেলনে সভাপতিত্ব করেন চাক সম্প্রদায়ের কৌটা ভিত্তিক জেলা পরিষদ সদস্য ক্যানু ওয়ান চাক। সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,বান্দরবাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মুজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য ও নাইক্ষ্যংছড়ি ইউপি সদস্য তসলিম ইকবাল চৌধুরী,জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফি উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার রুমেন শর্মা, নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মারমা, মংছানু চাক,বাছাইচিং চাক,মাচা হ্লা চাক, শৈছালা চাক, ক্যউচিং চাক, চানো অং চাক, থোয়াই হ্লা চাক, খ্যইচিং অং চাক প্রমূখ। প্রধান অতিথি বীর বাহাদুর এমপি সম্মেলনে যোগ দেওয়ার আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধিনস্থ চাকঢালা প্রধান সড়ক হতে নতুন চাক পাড়া পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ টাকার প্রকল্পে রাস্তা নির্ন্মান ভিত্তি প্রস্তর ও ৬ লাখ টাকার প্রকল্পে চাক হেডম্যান পাড়া কালভার্টসহ ড্রেইন উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি। সম্মেলনের দুপুর সাড়ে ৩টায় তিনি বান্দরবানের উদ্দেশ্য নাইক্ষ্যংছড়ি ত্যাগ করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত