শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারও শুরু হয়েছে উপজেলার ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শিক্ষিক সাব ক্লাস্টার প্রশিক্ষণ। অংশগ্রহণ বিদ্যালয়গুলো হলো, নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,ভালুক খাইয়্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ৫টি স্কুলের ২৮ জন শিক্ষক নিয়ে পরিচালিত উক্ত প্রশিক্ষণের পরিচালনায় ছিলেন সহকারী উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মুহাম্মদ আক্তার উদ্দিন । সহযোগিতায় ছিলেন ভালুক খ্যাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক উদ্দিন । এ বিষয়ে ভালুক খ্যাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ রফিক উদ্দিন বলেন, এই প্রশিক্ষণ প্রথম দিন ৫টি স্কুলের ২৮জন শিক্ষক নিয়ে প্রশিক্ষণ শুরু করা হয়েছে। ক্রমন্বয়ে বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ চলমান থাকবে। এই প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বিবেচিত হবে বলে মনে করি। প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রশিক্ষণটি নিয়মিত চালু রাখার অনুরুধ জানান কতৃপক্ষের কাছে ।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত