শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বের ঘোষিত “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা”-২৫ অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে পূর্বের ঘোষিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন করা হয় উপজেলা ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানাযায়, সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুল আ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা স্থগিত করেছিলো সরকার। সে জন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫৬টি সরকারি প্রা: বিদ্যালয়েও পূর্বের ঘোষিত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
স্থগিত এ অনুষ্ঠানমালার নতুন সূচী প্রকাশ করেছে মন্ত্রাণালয়। নতুন আদেশ অনুযায়ী গত ২৪ জুলাই নির্ধারিত “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা” স্থগিত হওয়া অনুষ্ঠান আজ ৩১ জুলাই (বৃহস্পতিবার) আয়োজন করা হয়।
মন্ত্রণালয়ের আদেশের তথ্যমতে, ৩১ জুলাই তিনটি অনুষ্ঠানে আয়োজনে ছিলো-
শিশু শহীদদের স্মরণে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলাইকেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি।
উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই চব্বিশ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে নিজ নিজ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।