সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি:
পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস জমকালোভাবে পালিত হয়েছে।
শুক্রবার (১৭মার্চ) সকাল সাড়ে আটটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন স্তরের লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে দিবসটি পালনের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে উপজেলা উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় যোগদান করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুর স্বাস্থ্য সচেতনতা ও পুষ্টি সম্পর্কে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাফর মোহাম্মদ ছলিম। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ নাইক্ষ্যংছড়ি উপজেলা শাখার উদ্যোগে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন কেক কেটে পালন করা হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা,নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু তাহের কোম্পানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপি চেয়ারম্যান মো.ইমরান,সদর ইউনিয়নের সভাপতি মো.হোসেনসহ দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।