নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে বন্যার পানির স্রোতে নিখোঁজ ফংছা মার্মা(৬৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। সে সোনাইছড়ি এলাকার ঠাকুর পাড়া ৪নং ওয়ার্ডের মৃত মংক্য মার্মার ছেলে ।
বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার কুদু খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এন্যানিং মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৭ আগস্ট নিজ ধানের জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হয়ে কুদু খাল পার হওয়ার সময়ে খালের স্রোতে ভেসে যায়। তার নিখোঁজের খবর পেয়ে স্থানীয় এলাকার লোকজন তাকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার সকাল ৭টার দিকে কুদু খালে গাছের শিকড়ের সাথে লেগে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত