নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দবানের নাইক্ষ্যংছড়িতে কর্মী সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউজ হলরুম উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আরিফুল্লাহ ছোট্ট। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুরের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেল, যুবদল সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবু কায়ছার, ছাত্রদল সভাপতি জিয়াবুল প্রমুখ। কর্মী সমাবেশে উপজেলার ৫ ইউনিয়নের শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত