নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে টানা ২ দিনের অভিযানে ৫৯টি গরু ও মহিষ জব্দ করেছে ১১-বিজিবি। বুধবার (২২ নভেম্বর) ভোরে উপজেলা সীমান্তের ফুলতলী পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আসার সময় এসব আটক করা হয়। এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে মিয়ানমার থেকে ভাল্লুক খাইয়া সীমান্ত হয়ে বাংলাদেশ ঢোকার সময় ২৮টি গরু জব্দ করে বিজিবি।
এ বিষয়ে বিজিবি’র জোন কমান্ডার লে. কর্নেল মো: সাহল আহমদ নোবেল এসি’র দিক নিদের্শনায় গরু ও মহিষ জব্দের সময় অভিযানে ছিলেন ১১-বিজিব’র ক্যাপ্টেন রাফিউস হাসান ও ফুলতলী ও ভাল্লুক খাইয়া বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার গিয়াসউদ্দিনসহ বিজিবি সদস্যরা।
বিজিবি’র জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি সাংবাদিকদের জানান, ১১-বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অস্ত্র ও অবৈধ কাঠসহ যেকোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সীমান্তে এলাকায় যেকোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র তৎপরতা চলমান রয়েছে।