সানজিদা আক্তার রুনা, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিব ও টাস্কফোর্সের অভিযানে ৭০টি বার্মিজ গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩ টা হতে রাত ৭ টা পর্যন্ত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর কর্তৃক ৭০টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়।
১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম সাংবাদিকদের জানান, জানুযারি ২০২৩ হতে অদ্যাবধি পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক গবাদী পশু নিলামের মাধ্যমে প্রায় ১৯ (ঊনিশ) কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।
বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রেজাউল করিম আরও বলেন, সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত