সানজিদা আকতার রুনা,নাইক্ষ্যংছড়ি:
বান্দারবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুল্লা পাড়ায় টিলা কেটে পরিবেশ ধ্বংস করার অভিযোগে ১জনকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমাণ আদালত।
সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টায়
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার জন্য এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামী হল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আবদুল জলিলের পুত্র মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার সাথে ফোনে কথা হলে তিনি উপর্যুক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেন এবং এ ধরনের কাজে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
নাইক্ষ্যংছড়ি থানার এসআই সৌরভ ও এএসআই মেজবাসহ তাঁদের সঙ্গীয় ফোর্স এই ভাম্যমাণ আদালতের অভিযানে সাথে ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত