নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি।
নাইক্ষ্যংছড়িতে দ্বাদশ জাতীয় নির্বাচনে যত বেলা ঘনিয়ে আসছে ততই ভোটের হার বাড়ছে।
রবিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ভোটারদের ক্রমন্বয়ে ভোটার হার বাড়তে লক্ষ করা যাচ্ছে দুপুর ৩টা পর্যন্ত।
আর এদিকে ভোট কেন্দ্রে ঘুরে দেখা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নে ২৬টি ভোট কেন্দ্রে মধ্যে ১৯টি কেন্দ্রে সস্ফুর্ত ভাবে ভোট গ্রহনে পুরুষদের চেয়ে মহিলাদের ভোট গ্রহন চলতে দেখা যায়।
তাংরা বিছামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মহিলা ভোটার রেজিয়া আক্তার কলি জানান, আমরা সকালে ঘরে রান্নাবান্না সেড়ে ভোট দিতে আসচ্ছি। ভোটারদের দেখে আমি নিজে হতবাক। ভোটার লাইন একটু পাতলা হবে মনে করছিলাম। এখনো মহিলাদের ভীড় রয়েছে।
বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জাহাঙ্গীর আলম বাহাদুর জানান, সকাল থেকে ভোটারের সংখ্যা সাবাবিক দেখা গেলেও দুপুরের পর পুরুষ ভোটারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। ভোটাররা ব্যাক্তিগত কাজকর্ম সেড়ে ভোট কেন্দ্রে চলে আসতে দেখা যায়। মোড়ে মোড়ে বিএনপি -জামায়াতের লোকজন ভোট প্রত্যাখানের কথা বল্লেও ভোটাররা মানতে নারাজ।
জাতীয় পার্টির নেতা মুহাম্মদ হোসেন সাওদাগর জানান, ভোট কেন্দ্রে লাঙ্গলের ভোটার এসেছে ভোট কেন্দ্রে। এখনো পর্যন্ত উপজেলার ২৬টি কেন্দ্রে খুঁজ খবর নিয়ে জানাযায় কোথাও কোন রখম সহিংসতা হয়নি। ভোট গ্রহন সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে চলছে।
উল্লেখ্য,
উপজেলার ভোট কেন্দ্র ২৬টি। তৎমধ্যে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে ৬টি,বাইশারী ইউনিয়নে ৬টি,দৌছড়ি ইউনিয়নে ৬টি, সোনাইছড়ি ইউনিয়নে ৩টি ও ঘুমধম ইউনিয়নে ৫টি ভোট কেন্দ্র রয়েছে।