শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় উপজেলা শিক্ষক সমিতির হলরুমে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক আরিফুল আলম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, জয়নাল ও সদর ইউনিয়ন ছাত্রদলের রাইহান, আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্যে বক্তৃতারা বলেন শহিদ জিয়াউর রহমানের জন্মের মাধ্যমে বাঙালি জাতি এক সূর্য সন্তানকে পায়। তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার শাসন আমলে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন সাবেক এই রাষ্ট্রপতি কর্মজীবনের অধিকারী শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গণমানুষের কাছে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সমাদৃত। একজন সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করলেও জিয়াউর রহমানের জীবনের বৈশিষ্ট্য হচ্ছে দেশের সংকটে তিনি বারবার ত্রাণকর্তা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং দেশকে সে সংকট থেকে মুক্ত করেছেন। তিনি অস্ত্রহাতে স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ শেষে আবার পেশাদার সৈনিক জীবনে ফিরে গেছেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।