শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।।
নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা পরিষদের অর্থায়নে ২৭ লাখ টাকার বরাদ্দে সুফিয়া এবতেদীয়া মাদরাসা ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
এসময় দোয়া মুনাজাত করেন উপজেলা মডেল মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা আবু তাহের নোমানী।
বুধবার (৭ মে ) সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি সুফিয়া এবতেদায়ী মাদ্রাসার ভবনের সম্প্রসারণ ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনসহ নাইক্ষ্যংছড়ি সদরের মংছাথোয়াই চাক হেড়ম্যান পাড়া হয়ে মধ্যম চাক পাড়া এবং উপর চাক পাড়া পর্যন্ত এইচ বিবি দ্বারা রাস্তার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন ছিলেন
বান্দরবান জেলা পরিষদের সদস্য,জেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর ও পার্বত্য বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় প্রার্থী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী,জেলা পরিষদ সদস্য মংএচিং চাক,
উপজেলা জামায়তের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, উপজেলা জামায়াতের ইসলামে মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী।এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ পারভেজ
সিনিয়র সহকারী প্রকৌশলী লেলিন চাকমা,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর প্রমূখ।