নাইক্ষ্যংছড়ি প্রনিনিধি |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশফাঁড়ি থেকে ২০ হাজার ইয়াবাসহ ২ উপজাতি যুবতি আটক করেছে ৩৪ বিজিবি। শনিবার( ৩০ সেপ্টেম্বর) সকালে টহল কমান্ডার নায়েক মোঃ মোশফিকুর। তুমব্রু বিওপির চেকপোস্ট পশ্চিম কূল থেকে এ ইয়াবার চালান জব্দ করে ৩৪ বিজিবি জোয়ানরা।
৩৪ বিজিবি সূত্র আরো জানান, তারা খবর পান ২ জন উপজাতি তরুনী পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ২ কার্ট (২০,০০০) ইয়াবা টেবলেট বাংলাদেশে পাচার করছে। খবর পেয়ে টহল দলটি অভিযান চালিয়ে এদের আটক করে।
তাদের নাম হলো মায়া তংচংগা (১৮। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ীগ্রামের বাসিন্দা। অপর জন হলো- জয়ন মালা তংচংগ্যা (১৫)।সে একই গ্রামের রাংগাইয়া তংচংগ্যার মেয়ে।
সূত্র আরো জানান, এ এলাকার কাছাকাছি মিয়ানমারের সীমান্ত হওয়ায় ঐ এলাকার অনেকেই স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা ব্য বসা করে আসছে বলে কয়েকজন ব্যা্ক্তি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন তারা । সীমান্ত জুড়ে অনেক দুর্গম পয়েন্ট থাকাতে স্থানীয় চোরাচালানে জড়িতরা ইয়াবা, বিভিন্ন সিগারেট, হরেক প্রকার মদ, সুপারি সহ আরো অনেক ধরণের মালামাল বাংলাদেশের অভ্যোন্তরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে,তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত