শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি|
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মুহাম্মদ শাহ আজিজ, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন প্রমুখ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থি ছিলেন। এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ভাবে স্থক্ষেপ গ্রহণ করা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত