শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি।
সামাজিক ক্ষেত্রে অসানাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মাকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টাধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনের মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার উসাই মং মার্মা ওরফে ছোটকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫’ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে নাইক্ষ্যংছড়ির ধুংরী হেডম্যানপাড়ার উসাই মং মার্মা ছোটর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিশ্বস্ত সূত্রে জানাযায়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম।
এসময় সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে ১২ জনের মধ্যে ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ধুংরী হেডম্যানপাড়ার উসাই মং মার্মা ওরফে ছোট।
আর এদিকে নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা সরকারের প্রধান উপদেষ্টার হাত থেকে আ্যাওয়ার্ড গ্রহণের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানাতে শুরু করে উসাই মং মার্মাকে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত