নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি |
সন্ত্রাসী হামলার ঘটনায় গুরুতর আহত হয় নাইক্ষ্যংছড়ির চাকঢালা জুনিয়র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহি উদ্দীন। জানাযায়, গত বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রামু উপজেলার গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: এরশাদ উল্লাহর দোকানে এই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষক মাষ্টার মহি উদ্দীন রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের মো: মোসলেমের ছেলে। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এস.ই.এসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক। এই হামলাকারী সন্ত্রাসী মাহাবুবসহ সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবীতে গর্জনিয়া বাজারে ২৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৫টায় কচ্ছপিয়া গর্জনিয়া সর্ব জনসাধারণের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনকারীরা জানান দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসী মাহবুব ও তার সহযোগীদের গ্রেফতার করার দাবী জানিয়ে অনুরোধ জানান। যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হয় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা । প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ উল্লাহ,র দোকানে অর্তকিত ভাবে শিক্ষক মহি উদ্দীনের উপর সন্ত্রাসী মাহাবুব আলম ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের কব্জি ও বাহুতে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় শিক্ষক মহি উদ্দীন এর বাম হাতের কব্জি এবং বাহুতে দা দিয়ে কুপানো হয়েছে। গর্জনিয়া বাজার সভাপতি মো: এরশাদ উল্লাহ জানান, শিক্ষক মহিউদ্দিন তার নিয়মিত ক্রেতা। গাজী ট্যাংক এর ব্যাপারে আলাপ করার এক পর্যায়ে অতর্কিতভাবে বালুবাসা গ্রামের একি এলাকার শামশুল আলমের ছেলে মাহবুব বাজারের এক কর্মকারের দোকান থেকে নতুন ধারালো দা এনে শিক্ষক মহিউদ্দিনকে দুটি কুপ দিয়ে পালিয়ে যায়। এতে বাম হাতের বাহুতে এবং অন্যটি একই হাতের কব্জিতে প্রচন্ডভাবে আঘাত হানে। তখন ঘটনাস্থল রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যা। ঘটনা সাথে সাথে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে পরিদর্শন করেন। আহত শিক্ষকের চাচাতো ভাই নজিবুল আলম বাহাদুর মুঠোফোনে জানান, শামশুল আলমের ছেলে মাহবুবের বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে। মাহবুব পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। আহত শিক্ষক মহিউদ্দিনের অবস্থা গুরুত্বর বলে জানান তিনি। হামলার পর পর তাঁকে কক্সবাজার সদর হাতপাতালে নেয়া হয়। পরবর্তী উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থ্রোপেডিক্স বিভাগে এবং বর্তমানে ঢাকার জাতীয় অর্থ্রোপেডিক্স হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার্ড করা হয়েছে। এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো: মাসুদ রানা জানান- জমি নিয়ে পূর্ব শত্রুতা থেকে এমন ঘটনা ঘটেছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এদিকে গর্জনিয়া বাজার এলাকায় প্রকাশ্যে একজন শিক্ষককের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হতবাক সচেতন মহল। তাঁরা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত