শামীম ইকবাল চৌধুরী , নাইক্ষ্যংছড়ি |
কক্সবাজার টেকনাফ সড়কের টিভি রিলে কেন্দ্রের বিপরিতে রেডক্রিসেন্ট হাসপাতালের পিছনের ঝিরি থেকে অজ্ঞাত নামা একটি মরদেহ উদ্ধার করেছে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ। বুধবার(২৯ জানুয়ারী) বিকাল আনুমানিক ৫ টার দিকে ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ(ইন্সপেক্টর) মোঃ জাফর ইকবালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তার বর্নিত স্থান থেকে মৃত মরদেহটি উদ্ধার করেন।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জাফর ইকবাল বলেন, স্থানীয় লোকজনের বরাতে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত রেডিয়েন্ট গার্ডেনের অভ্যান্তরে জলাশয়ের ঝিরিতে একটি লাশ পড়ে আছে। এমন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত স্থান থেকে আনুমানিক ২৫ বছর বয়সের এক যুবকের মৃত দেহ উদ্ধার করি। তার গায়ে পেন্ট, গেঞ্জি ও হাতে কালো বর্ণের চামড়ার ঘড়ি পরিহীত ছিল। পেন্টের পকেটে একটি স্মার্ট ফোন পাওয়া যায়। যে খানে মৃত দেহ পড়ে থাকে। মরদেহটির তাৎখনিক নাম পরিচয় সনাক্ত করা যায়নি। মৃত দেহের গায়ে আঘাতের কোন চিহৃ সনাক্ত করা যাচ্ছে না পুরো শরির কাঁদা যুক্ত থাকায়। সুরত হাল প্রতিবেদন তৈরী করতঃ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানাযাবে। কে বা কারা মেরেছে, জড়িতদের সনাক্তকরণে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।