সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি |
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয় করা হয়েছে। ২৭ মে (শনিবার) দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ডিলারের মাধ্যমে মোট ৮শত পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করে। বিক্রয়কৃত প্রতি পরিবারে সয়াবিন তেল-২ লিটার,মসুর ডাল-২ কেজি যার নির্ধারিত মূল্য ৩৬০ টাকা। ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের নির্দেশনায় উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার ন্যায্য মূল্যে মেহনতী মানুষের জন্য ভর্তুকি দিয়ে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর ব্যবস্থা করেছেন। এ সময় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খালেদা বেগম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল ফয়েজ, শাহজাহান, যুবলীগ নেতা মোস্তাকিম আজিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।