নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকূলের অবসর প্রাপ্ত শিক্ষক মো. কামাল পাশার জৈষ্ঠ পুত্র মো. ইউনুছের বাড়ির পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ বিজিবির অধীন ঘুমধুমের তুমব্রু বিওপির জোয়ানরা।
সোমবার (২৪ এপ্রিল) আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের ৩৪ বিজিবির নিয়ন্ত্রণাধীন তুমব্রু বিওপির একটি বিশেষ টহল দল পরিত্যক্ত অবস্থায় ঘাসের উপর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে বলে সূত্রে জানা যায়।
উদ্ধরকৃত ১৬টি স্বর্ণের বার সরকারি কোষাগারে জমা দেওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ন সদরে প্রেরণ করার প্রক্রিয়ধীন বলে জানিয়েছেন সূত্র।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত