নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি |
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ উদ্ধার করেছে বিজিবি । ৬ মে (শনিবার) বিকেল ৪ টার সময় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি বাইশফাঁড়ী বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নাঃ মোঃ মোশফিকুর রহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ঘুমধুম ইউনিয়নের চাকমাপাড়া এলাকায় আমবাগান নামক স্থানে মালিক বিহীন মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ জব্দ করতে সক্ষম হয়। শনিবার সন্ধ্যায় বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন ৩৪ বিজিবি। বিজ্ঞপ্তিতে জানাযায়, অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় মাদক কারবারিরা । এতে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পাচার কারী ধরতে অভিযান চলমান রয়েছে। আরও জানাযায়, জব্দকৃত মাদকদ্রব্য গুলো কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪বিজিবি) তে জমা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এসময় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিরুদ্ধে মামলা রুজুর করার পক্রিয়া চলছে বলে বিজিবির সূত্রে জানাযায়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত