শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ।
নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্টে তল্লাশি চালিয়ে একজন মাদক চোরাকারবারীকে আটক করেছে ১১ বিজিবি । বুধবার (১৪ মে) সকালে সদর উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে মাদরক চোরাকাবারিকে আটক করে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) সদস্যরা। আটককৃত ব্যক্তির নাম মু: হেলাল (১৮)। তিনি নাইক্ষ্যংছড়ির আশারতলী এলাকার বাসিন্দা।
সূত্রে জানাযায়, আটককৃত হেলাল থেকে তল্লাশি সময় মিলেছে ৯ হাজার ৪শত ৯০ পিস ইয়াবা, একটি সিএনজি গাড়ী, ১৬ শত ৫০ টাকা নগদ টাকা এবং একটি মোবাইল ফোন। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ৩২ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বুধবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিব) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। তিনি বলেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন,“আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত