শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষংছড়ি |
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার রেস্টহাউজ সড়কে "আশ" ভবনের ওয়াইফাই রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সোয়া ৬টায় নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা রেস্টহাউজ সড়কের "আশা" ভবন তয় তলায় ওয়াইফাই রুমে বিদ্যুৎ সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি ফায়ারসার্ভিস ষ্টেশন অফিসার মুহাম্মদ শাহিদ। তিনি জানান, সকাল সোয়া ৬ টার দিকে রেস্টহাউজ সড়কের আশা ভবনের ওয়াইফাই কক্ষে বিদ্যুত সার্কিট থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস ইউনিট টিমের চেষ্টায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওয়াইফাই যন্ত্রপাতি ও অন্যান্য সরামঞ্জাম মিলে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমাণ বলে আপাতত ধারনা করা যাচ্ছে। তবে ওয়াইফাই কন্ট্রোল রুম ছাড়া বাকী পুরো তৃতলভবনটি আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার প্রবীন মুরব্বি হাজী মুস্তাক সাওদাগর ভোর সকালে নিয়মিত শরীর ফিটনেস রাখার জন্য হাঁটতে বের হন। তিনি রেস্টহাউজ সার্কুলার সড়ক প্রদক্ষিণ করে আশা ভবনের সামনে আসলে তখন ওই ভবনের ৩য় তলায় একটি কক্ষ থেকে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আগুণ আগুণ বলে সুচিকিৎসারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুণ নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কক্ষের দরজার লোহার গ্রিল ভাঙ্গতে ব্যার্থ হলে তাৎক্ষণিক উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দেন এলাকার আসীম বড়ুয়া নামে এক ঠিকাদার। ফোনের সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে ধারনা করা যাচ্ছে, আগুন লাগার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩ লক্ষ টাকা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত