সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশের অভিযানে শনিবার রাত ৯টার সময় কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন রাস্তা হতে এক হাজার প্যাকেট মিয়ানমারের তৈরি সিগারেটসহ ইউনুচ (২৫)কে আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায় আটক হওয়া ব্যক্তি হল উখিয়া ৯নং বালুখালী ক্যাম্পের মো.দিল মোহাম্মদের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি টান্টু সাহা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে,মাদক এবং অবৈধ চোরাচালানের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার সচেতন কয়েক ব্যক্তি জানান,ঘুবধুম এলাকা দিয়ে মিয়ানমার সীমান্ত থাকার ফলে সহজেই সীমান্ত পয়েন্টে এলাকার স্থানীয় কিছু মানুষের সহযোগিতাই চোরাকারবারিরা বেপরোয়া হয়ে ওঠেছে। স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট এবং মদের চালান এনে দেশের শহর এলাকায় ছড়িয়ে দিতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত