শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি |
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২০ মে) সকালে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তার উদ্দিনের সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (পিইডিপি-৪) সহকারী পরিচালক আব্দুল মান্নান।
উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিস সহকারী সোহেল পাশা,নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওসমান গণি, চাক হেডম্যান পাড়া স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মায়েচিং চাক, ফাত্রাঝিরি স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার বড়ুয়া,চাকঢালা স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,আর্দশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তসলিমা সিদ্দিকা বুলি,তুলাতুলি স: প্রা: বিদ্যায়ের প্রধান শিক্ষক ক্যাম্রা অং মার্মা প্রমুখ।
এতে বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্যে উপস্থাপন করেন, প্রাথমিক অধিদপ্তরের (পিইডিপি-৪) সহকারী পরিচালক আব্দুল মান্নান। শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সঠিক পাঠদানসহ নানাবিধ বিষয়ের উপর আলোকপাত করা হয়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত