নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে ১৪৬২ কেজি বার্মিজ সুপারি জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১বিজিবির আওতাধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে লেম্বুছড়ি বিওপি হতে আনুমানিক ২ কি.মি. দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-৪৯ এর শুন্য লাইন হতে পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কালাচানের পাহাড় নামক স্থান থেকে মালিকবিহীন ১,৪৬২ কেজি বার্মিজ সুপারি জব্দ করা হয়। আটককৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধভাবে পাশ্ববর্তী মিয়ানমার থেকে আনা গরু, সুপারি, ইয়াবার বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সম্প্রতি বিপুল অবৈধ গরু, সুপারি, ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত