শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে মিয়ানমারে নাগরিক বাংলাদেশে চিকিৎসা জন্য অনুপ্রবেশ সময় মাইন বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন যুবকের পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
সোমবার (২৩ জুন) বিকাল ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের চাকমার কাটা নামক সীমান্ত এলাকায় ৩৫ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহত রাখাইন যুবকেরর নাম তংচংগ্যা (১৯) সেই মিয়ানমারের মংডু থানার মিডাক গ্রামের রাখাইন যুবক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৪টার দিকে মিয়ানমারের রখাইন এই যুবক সীমান্তের ওপারে মিয়ানমারে থেকে বাংলাদেশে চিকিৎসার জন্য অনুপ্রবেশ করার সময়ে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
তবে কোন হাসপাতালে চিকিৎসা করতেছে তা কারো জানা নেই।
জানা যায়, মিয়ানমারের আরাকান আর্মি সীমান্তের বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা এড়াতে স্থলোমাইন ও বিস্ফোরক মাটিতে পুঁতে রাখে। ফলে সীমান্তের লোকজন চলাচল করতে গিয়ে প্রায় মাইন বিস্ফোরণে হতাহতের খবর পাওয়া যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক ওই মিয়ানমারের রাখাইন এক যুবকের আহতের বিষয় নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত