সানজিদা আক্তার রুনা,নাইক্ষ্যংছড়ি |
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুর ফাত্রাঝিরি এলাকায় খাবার পানির সংকটের প্রতিবাদ করেছেন স্থানীয়রা শুক্রবার(১৪ এপ্রিল) বিকেল ৫টায় পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রেজু ফাত্রাঝিরি বাজারে পানির সংকটের কারণে প্রায় ২০জনের মত স্থানীয় বাসিন্দারা এলাকা জুড়ে খাবার পানির তীব্র সংকটের কারণে প্রতিবাদ করেন। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন ৮নং ওয়ার্ড রেজু ফাত্রাঝিরি এলাকাটির দৈর্ঘ্যে ০৮.০০ কিঃ মিঃ। এই আট কিলোমিটার জুড়ে গ্রীষ্মকাল আসলেই দেখা দেয় খাবার পানির সংকট,তারই ধারাবাহিকতায় দীর্ঘ এক মাস ধরে খাবার পানির সংকটে ভুগছে স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মংবাঅং চাকমা বলেন, এই পাহাড়ি এলাকায় ১০ থেকে ১২টি নলকূপ রয়েছে, এইসব নলকূপের গভীরতা ৩০ থেকে ৩৫ ফুট । অল্প গভীরতার কারণে গ্রীষ্মকাল আসলেই ৬থেকে ৭টি নলকূপ শুকিয়ে যায়, বাকি ৪ থেকে ৫ টি নলকূপ পানি মিলে দৈনিক ৩০থেকে ৫০ লিটার, যা এলাকার মানুষের ১০% লোকজনের চাহিদাও মিটে না। স্থানী অনেকেই বলেন,বিগত সময় গ্রীষ্মকাল আসলে পাহাড়ের পাদদেশে গর্ত করে পানি সংগ্রহ করতো উক্ত এলাকায় বসবাসকারীরা -কিন্তু এখন ঐসব জায়গায় আর পানি পাওয়া যাচ্ছে না- কারণ হিসেবে তারা বলেন অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটায় জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য সমস্ত বনাঞ্চলের কাঠ কেটে বিরাণ ভূমিতে পরিণত করার ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবী দ্রুত পানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টের কাছে জোর দাবী করেন। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলেন ৮ কিঃমিটার জুড়ে স্থায়ীভাবে পানির ব্যবস্থা করতে মাত্র ১৭লক্ষ টাকা খরচ করা হলে মোটামুটিভাবে মিটে যেত চলমান পানির সমস্যা।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত