বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে স্থল মাইন বিষ্ফোরণে এক বৃদ্ধের বাম পায়ের হাটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪ এপ্রিল, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের ৪২নম্বর সীমান্ত পিলারের ওপারে মায়ানমারের পুরান মাইজ্যা নামক স্থানে এই ঘটনা ঘটে। আহতের নাম সুরুত আলম (৪৮)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত বাচা মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বালানী কাঠ আনার জন্য সীমান্তে গেলে মিয়ানমারের পুতে রাখা মাইন বিষ্ফোরণের ঘটনা ঘটে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন জানান, খবর পেয়ে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।