আলীকদম প্রতিনিধি |
আশির দশকের বান্দরবানের আলীকদম উপজেলার প্রবীণ সাংবাদিক উচ্চতমনি তঞ্চঙ্গ্যা (৫৭) না ফেরার দেশে চলে গেছেন। আজ মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২ টা’র সময় আলীকদম উপজেলার সদর ইউনিয়নে ভারত মোহন কারবারি পাড়ায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নিজ বাড়িতে নিঃস্ব অবস্থায় অনেকটা বিনা চিকিৎসায় দিন কাটিয়েছেন দীর্ঘদিন। চিকিৎসার অভাবে তিনি প্যারালাইজড হয়ে ছিলেন বেশ কয়েক বছর আগে। আলীকদম উপজেলায় জীবন যুদ্ধে পিছিয়ে পড়া একজন গুণী সাংবাদিক ছিলেন উচ্চতমনি তঞ্চঙ্গ্যা।
সাংবাদিকতার জীবনে আশির দশকে তিনি যখন সাহিত্যচর্চা শুরু করেন তখন আলীকদম একটি ইউনিয়ন মাত্র। ১৯৮২ সালে তিনিই আলীকদম উপজেলা থেকে প্রথম ‘পাহাড়িকা গুঞ্জন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। ২০১২ সালে ‘ম্যারাইনতং’ এবং পরে ‘শৈল ঝর্ণা’ নামে দু’টি ছোট্ট ম্যাগাজিনও তিনি সম্পাদনা করেন।দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর মৃত্যুবরণ করেন তিনি। এদিকে তার মৃত্যুতে আলীকদমে সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তিনি এক ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।