নোয়াখালীতে মুজিববর্ষ উপলক্ষ্যে আরও ১১৭০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল, খতিয়ান ও ঘর প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় তৃতীয় ও চতুর্থ পর্যায়ে সরকারি খাস জমিতে গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণ করা হয়। ২২ মার্চ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে নোয়াখালীর নয়টি উপজেলার ১১৭০টি গৃহহীন পরিবারকে বরাদ্ধকৃত জমির দলিল, খতিয়ান ও ঘর প্রদানের উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে নোয়াখালী সদর উপজেলা পরিষদ মিলনাতয়নে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ভূমি বায়েজিদ বিন আকন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।