চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে কন্টেইনার পড়ে দুই রিকশা আরোহী নিহত হয়েছে| বুধবার (১০ মে) বেলা ১২টার দিকে পতেঙ্গা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, বেলা ১২টার দিকে শিপ ইয়ার্ড থেকে লরিটি কন্টেইনার নিয়ে বের হচ্ছিল। এ সময় পতেঙ্গা থানার সামনে হঠাৎ লরি থেকে একটি বড় কন্টেইনার রিকশার উপরে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত