পদ্মা সেতুতে টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুটি থেকে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় করা হয়েছে। গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন (২৬ জুন) থেকে গতকাল শুক্রবার পর্যন্ত সেতুটি থেকে এ টোল আদায় হয়।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আমিরুল হায়দার বলেন, ‘পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার পর থেকে মাওয়া এবং জাজিরা প্রান্তে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়। এ থেকে আমাদের ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।’ সূত্র- দৈনিক বাংলা