সানজিদা আক্তার রুনা,নাইক্ষংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি গঠন এবং গরু চোরাচালান ও মাদকসহ বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে বাইশারী বাজার,তুমব্রু বাজার,চাকঢালা বাজার ও নাইক্ষ্যংছড়ি সদর বাজার তদারকি করার জন্য ইউএনও রোমেন শর্মা'র দিকনির্দেশনায় কমিটি গঠন করা হবে এবং বাজারে যাতে অসুস্থ গরু জবাই করতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেন ইউএনও রোমেন শর্মা। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মংহ্লা ওয়াই মার্মা,থানা'র অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা, কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম,দোছড়ি ইউপি চেয়ারম্যান মো. ইমরান,প্রেসক্লাবের প্রতিনিধিগণ,ইউপি সদস্য জায়তুন,জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত