পানছড়ি প্রতিনিধি |
পানছড়ি এলাকার দিবাকালীন আইন-শৃংখলা ও বিশেষ অভিযানে ইয়াবা ও বিদেশি সিগারেট উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা আড়াইটার দিকে পানছড়ি বাজার তবলছড়ি সড়কের পাশে আরপি মেডিকেল হল থেকে ৩০পিচ ইয়াবাসহ নয়ন চন্দ্ৰ শীল (২৬), জয়দত্ত (২৬) ও অজয় দত্ত (২২) কে আটক করা হয়।
এদিকে সন্ধা ৭টার দিকে কানুনগোপাড়া এলাকায় প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জগদীশ চাকমা (২৫)
ফার্মেসীর আড়ালে ইয়াবার কারবার করে এমন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদের সার্বিক দিক নির্দেশনায় এই অভিযানের নেতৃত্বে ছিলেন, এসআই আবু নছর নিপু ও এএসআই মো. মোশারফ হোসেন ।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ব্যাপারে উক্ত থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত