খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। এর আয়োজক ছিল উপজেলা কৃষি অফিস পানছড়ি।
এ উপলক্ষ্যে (২০ জুন) সকাল থেকেই প্রত্যন্ত এলাকার বিভিন্ন সম্প্রদায়ের কৃষাণ-কৃষাণীরা জড়ো হয় উপজেলা পরিষদ এলাকায়। তাদের আগমনে উপজেলা পরিষদ মিলনায়তন মিলনমেলায় পরিণত হয়। সকাল ১১টা থেকে অনুষ্ঠিতব্য সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ।
উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবারের আমন প্রণোদনায় সুবিধাভোগীর সংখ্যা ৫০০। জনপ্রতি ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে বীজ প্রদান করা হয়। সার ও বীজ নিয়ে কৃষাণ-কৃষাণীরা স্বস্তির হাসিতে বাড়ি ফিরতে দেখা যায়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত