পানছড়ি প্রতিনিধি |
পানছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে পানছড়ি-লোগাং সড়কের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে অভিযানকালে বিশেষ কায়দায় রাখা গাঁজাগুলো উদ্ধার করে। এ সময় একটি নাম্বার বিহীন মাহেন্দ্রসহ দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা খোকন চাকমা (২৬) ও সুফল চাকমা (১৯) রাঙামাটি সদর উপজেলার ৪নং কুতুবছড়ি ইউপি চেগেইয়াছড়ি গ্রামের রজনী কুমার চাকমা ও রাঙাচান চাকমার সন্তান। এ সময় অভিযানের নেতৃত্বে থাকা পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত