বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পানছড়িতে টি-টুয়েলভ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ১০ টায় টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। আর এর আয়োজক ছিল পানছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা।
এ সময় তিনি বলেন, সরকার একেবারে প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন ক্রীড়ার আয়োজন করে থাকেন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস ইত্যাদি থেকে দুরে থাকা যায়। আমারও তোমাদের খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যেই এই টুর্ণামেন্টের আয়োজন করেছি। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
এছাড়া টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে বিজয় কুমার দেবের নিজস্ব তহবিল থেকে যথাক্রমে দশ ও পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা দেন।
জানা যায়, টুর্ণামেন্টে সর্বমোট ১৫টি দল অংশ নেয়। নক আউট পর্বের এই খেলার উদ্বোধনী দিনে পানছড়ি ছাত্রলীগ ও বড় কলক ছদক ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত