পাহাড়ের কথা ডেস্ক :
পানছড়ি উপজেলার নালকাটা কমিউনিটি ক্লিনিক গর্ভবতী নারীদের নিরাপদ সেবা কেন্দ্র। বকেয়া বিদ্যুৎ বিলের কারণে দীর্ঘদিন ধরে সংযোগ ছিল বিচ্ছিন্ন। অবশেষে ক্লিনিকে বিদ্যুতের আলোর ব্যবস্থা করে দিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
জানা যায়, গত ২ মার্চ পানছড়ি উপজেলায় মতবিনিময় সভা শেষে তিনি পরিদর্শনে আসেন নালকাটা কমিউনিটি ক্লিনিকে। আলোর স্বল্পতা দেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার ঘটনা সম্পর্কে অবগত হন তিনি। অবশেষে জেলা প্রশাসক গর্ভবর্তী নারীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২৫ মাসের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেন। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার হাতে তিনি বকেয়ার টাকা তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, জেলা প্রশাসক মহোদয় মানবিকতার পরিচয় দিয়ে বিশাল এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। যার সুফল পানছড়ির গর্ভবর্তী মায়েরা ভোগ করবে।
পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, অন্ধকারে আলো জ্বালিয়ে জেলা প্রশাসক মহোদয় প্রসূতি নারীদের কষ্ট ও ভোগান্তি দুটো থেকেই উদ্ধার করেছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তিনি কৃতজ্ঞতা জানান। সূত্র-পার্বত্য নিউজ
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত