নিজস্ব প্রতিবেদক|
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ’র বান্দরবান জেলার লামা পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ইমদাদুল হক মিলনকে সভাপতি ও মো. রাজু হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো, কামরুজ্জামান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলন শেষে বৃহস্পতিবার সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ গঠিত পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য পদেরা হলেন- হাসান মাহমুদ সিনিয়র সহ-সভাপতি, মো. কালাম সহ-সভাপতি, মো. ওয়াজিদ উল্লাহ সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক, নুরুল হাকিম নাহিদ যুগ্ন-সাধারণ সম্পাদক, ইকবাল হোসেন সাংগঠনিক সম্পাদক, শাহরিয়ার ফারসি অরণ্য ও শাহরুক ইন্তেজান মইন সহ-সাংগঠনিক সম্পাদক, শরিফুল ইসলাম সোহেল দপ্তর ও প্রচার সম্পাদক, এ.এম শহীদুল ইসলাম সহ দপ্তর ও প্রচার সম্পাদক, আবিদুল হক আহাদ অর্থ সম্পাদক, মো. শাহাদাত সহ অর্থ সম্পাদক, মো. দুলাল হোসেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ওমর ফারুক মজুমদার ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, মো. আবরার হোসেন শিক্ষা ও স্কুল কার্যক্রম বিষয়ক সম্পাদক, আমিনুল হক আল আমিন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. সাজ্জাদ শামীম আলভী ধর্ম বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জুনায়েদ পাঠাগার বিষয়ক সম্পাদক, মো. ইলিয়াছ ক্রীড়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক।
কমিটি গঠনের পর অনুমোদনের সত্যতা নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আফিস ইকবাল বলেন, লামা পৌর কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী এক বছর সংগঠনের দায়িত্ব পালন করবেন।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত