প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২৩, ১:০২ অপরাহ্ন
পাহাড়ে ঝুঁকিপূর্ণদের সরিয়ে নিতে লামা পৌরসভা মেয়রের জরুরী সভা
লামা প্রতিনিধি।
ভারি বর্ষনের ফলে বন্যা ও পাহাড় ধ্বসের আশংকা সৃষ্টি হওয়ায় বান্দরবান জেলার লামা পৌরসভায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এতে পৌরসভা এলাকায় ঝুকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে সার্বিক সহযোগিতা করতে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন মেয়র মো. জহিরুল ইসলাম। এর আগে মেয়র পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী বসতিদের ধারে ধারে গিয়ে নিরাপদে সরে যেতে অনুরোধ জানান।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত