বান্দরবান প্রতিনিধি |
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বলেছেন, শান্তি-শৃংঙ্খলা স্বার্বভৌমত্ব রক্ষা আর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। পার্বত্য এলাকাসহ দেশের প্রতিটি জেলায় সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে বান্দরবান সেনা রিজিয়ন এর আয়োজনে ৬৯ পদাতিক ব্রিগেড এর বিদায়ী কমান্ডার এর বিদায় অনুষ্ঠান উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সমস্যা একটি সামাজিক সমস্যা। এই সমস্যা নিরসন করে বান্দরবানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের আওতায় সেনাবাহিনীর প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যদের সন্ত্রাসী জীবন থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে অবস্থানের জন্য সেনাবাহিনীর পাশাপাশি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা কাজ করে যাচ্ছে আর তাদের আহবানে সাড়া দিয়ে পাহাড়ে লুকিয়ে থাকা এই কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্যরা স্বাভাবিক জীবনে দ্রুত ফেরত আসবে এমনতাই প্রত্যাশা।
এসময় বিদায়ী কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান বান্দরবানের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণকাজে পেশাগত কাজের পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে জেলার গণমাধ্যকর্মীদের কাজ করে যাওয়ায় ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও দেশের উন্নয়নে প্রতিটি সাংবাদিককে কাজ করার আহবান জানান।
এসময় ৬৯পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়নের জিএস টু আই মেজর মো.শায়েখ উজ জামান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সভাপতি অধ্যাপক মো.ওসমান গণি, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।