প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৩:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
পাহাড় ধসে বান্দরবান-থানচির সড়ক যোগাযোগ বন্ধ
বান্দরবান প্রতিনিধি |
গত দুই দিনের অতিবৃষ্টিতে সড়কের উপর পাহাড় ধসে পড়ে বান্দরবান জেলা সদরের সাথে থানচির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (৪ আগষ্ট) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাঝ রাতে বান্দরবান- থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকার সড়কের উপর অনেক বড় একটি পাথর সড়কের উপর ধসে পড়ে। এতে থানচির সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে সড়কের উভয় পাশে অর্ধ শতাধিক গাড়ি আটকা পড়ে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মনসুর বলেন, সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ করলেও এত বড় পাথর সরানোর মত প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের দিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত