পেকুয়া প্রতিনিধি |
কক্সবাজারের পেকুয়ায় সড়কের পাশে পড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে উপজেলার টইটং বাজারের পাশে নতুন পাড়া সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে লোকজন নামাজ পড়ে বের হয়ে বাড়ি যাওয়ার সময় চোখে পড়ে তাদের। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান কে বিষয়টি অবগত করে।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী জানান, বিষয়টি পুলিশকে জানালে পেকু্য়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। তবে লাশ দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। পরিচয় শনাক্তের জন্যে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরিচয় সনাক্ত করা হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত