১২ নভেম্বর অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন সহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় ‘চেয়ারম্যানের গাড়ি চালক কোটি পতি, গড়েছেন রিসোর্ট, কিনেছেন পাজেরো গাড়ি’ -শীর্ষক শীরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে উল্লেখিত কোন তথ্যই সঠিক নয়। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। একটি মহল ইর্ষান্বিত হয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও প্রশাসনকে বিভ্রান্ত করতেই মূলত এ সংবাদটি প্রকাশ করেছেন। প্রকৃতপক্ষে আমি সড়ক দূর্ঘটনায় পতিত হই। এতে আমার হাত ভেঙ্গে অসুস্থ হয়ে পড়ি। বর্তমানেও আমি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারিনি, চিকিৎসা চলমান। এর আগে মিরিঞ্জা এলাকায় আমার ক্রয়কৃত ২ একর ২৫ শতক জায়গায় আমার ছোট ভাই শহিদুল ইসলাম সাদ্দাম শখের বশে বাঁশ ও ছনের দুই তিনটি জুম ঘর নির্মাণ করেন। যার নাম দেওয়া হয় ‘মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট’। আমার ভাইয়ের পাশাপাশি আমিও মাঝে মধ্যে দেখাশুনার জন্য রিসোর্টে যাই। এছাড়া সংবাদে উল্লেখ করা হয়েছে, আমি অনিয়ম দুর্ণীতির মাধ্যমে কোটি টাকার মালিক হয়েছি, পাজেরো গাড়ি কিনেছি, তা মোটেও সত্য নয়। আমি কোন গাড়ি ক্রয় করিনি। আমার স্ত্রী মাত্র দু লাখ টাকায় একটি পুরাতন গাড়ি ক্রয় করেন। আমি উপজেলা পরিষদের একজন গাড়ি চালক। একজন গাড়ি চালকের পক্ষে কোন অনিয়ম দুর্নীতি করার সুযোগ নেই। যা সবার জানা আছে। তাছাড়া আমি নানা প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়া, টেন্ডার বাণিজ্য, প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও বানোয়াট ও কাল্পনিক। আমি উক্ত মিথ্যা তথ্য সম্বলিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী- জিয়াউর রহমান, পিতা- মৃত ছাবের আহমদ, সাং- বড় নুনারবিল পাড়া, উপজেলা- লামা, বান্দরবান পার্বত্য জেলা।