লামা প্রতিনিধি |
পার্বত্য চট্টগ্রাম বিষযক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রত্যেক শিক্ষার্থীকে ক্লাশের পাঠদান মনোযোগ সহকারে শুনতে হবে। না বুঝে থাকলে, তাৎক্ষনিক শিক্ষকের কাছ থেকে পুণরায় বুঝে নিতে হবে। তবেই ওই বিষয়টি নিজের মধ্যে ধারণ করা সম্ভব হবে। বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলার লামা উপজেলাস্থ সরকারী মাতামুহুরী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, শুধু শিক্ষিত হলে হবেনা, প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কলেজ প্রাঙ্গনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ নবীন বরণ অনুষ্ঠানে বান্দরবান জেলার অতিরিক্তি পুলশি সুপার মো. জুনায়দে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মলে হক বাহাদুর ও শেখ মাহবুবুর রহমান, উপজলো পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, নির্বাহী অফসিার মো. মোস্তফা জাবদে কায়সার, পৌরসভার মেযর মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এর আগে মন্ত্রী পৌরসভা এলাকার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও নব নির্মিত কাজের উদ্ভোধন করেন। বিকেলে পৌরসভা এলাকার চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল র্টূণামন্টে খেলা উপভোগ শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত