নিজস্ব প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে অতি দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) ইউনিয়নের বিভিন্ন এলাকার অসহায় শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
সহকারী কমিশনার (ভূমি) ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক রুবায়েত আহমেদ কম্বল বিতরণ উদ্ভোধন করেন।এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণের সময় রুবায়েত আহমেদ বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত