স্টাফ রিপোর্টার,চকরিয়া |
কক্সবাজর উত্তর বন বিভাগের,চকরিয়াস্হ ফাঁসিয়াখালী রেঞ্জাধিন, রিংভং চেক-কাম বনবিটের সামাজিক বনায়নের প্রহরীকে জিম্মি করে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে গেল স্বশস্ত্রধারি বনখেকোরা।
গত ২০ জানুয়ারী (সোমবার) গভীর রাতের আধারে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৭নং ওয়ার্ডের ঘুনিয়া এলাকার সামাজিক বনায়নের শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বনায়নের শেয়ার হোল্ডারেরা জানান-গত ২০ জানুয়ারী (সোমবার) ভোররাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া এলাকায় ২০/২৫ জন সশস্ত্রধারি বনখেকোরা লুকিয়ে এসে প্রথমে বনায়ন প্রহরীকে জিম্মি করে।পরে তারা সামাজিক বন বাগানের বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ লুট করে নিয়ে যায় ।পরে বিষয়টি আমরা সংশ্লিষ্ট বনবিট কর্মকর্তা ও রেঞ্জ অফিসাকে অবগত করি।পরের দিন ২১ জানুয়ারী দিনে সন্দেহজনক বিভিন্ন স্হান সহ বনায়নে অভিযান চালিয়ে বেশিরভাগ গাছ উদ্ধার করতে সক্ষম হয়।বনখেকোরা এভাবেই সামাজিক বনায়ন ও সংরক্ষিত বনাঞ্চলের গাছ লুট করে যাচ্ছে বলে জানান তারা।
ভুক্তভোগী উপকারভোগীরা আরো জানান-রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিনের অদম্য সাহসিকতায় গাছগুলো উদ্ধার হয়।এছাড়াও তিনি বনের অপরাধ দমনের প্রতি খুবই আন্তরিক। তা আবারো প্রমাণ করলেন তিনি।
এবিষয়ে ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন বলেন-রাতের আধারে বনায়ন প্রহরীদেরকে জিম্মি করে বনায়ন থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটেছে দূবৃর্ত্তরা।পরে খবর পেয়ে অভিযান চালিয়ে গাছগুলো উদ্ধার করেছি।কারা গাছ কাটল,তাদের নাম ঠিকানা সংগ্রহ করেছি।তবে আসলেই তারা গাছ কাটার সাথে জড়িত কিনা গোপনে আরো একটু যাচাই করেই,বুধবারের মধ্যে বন আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত