
ক্রীড়া প্রতিবেদক।
বান্দরবান জেলার লামা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মরহুম শামসুল আলম স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফাইতং উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বান্দরবান জেলা শাখার আহবায়ক সাচিংপ্রু জেরী প্রধান অতিথি ছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ ও মো. আমির হোসেন, সদস্য থোয়াইনু অং চৌধুরী ও আবু তাহের মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন রফিক প্রমুখ।টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলা ১_১ গোলের ব্যবধানে শেষ হয়।
উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকার আরিফ স্পোটিং ক্লাব রাঙ্গাজিরি সুপার স্টার ক্লাবকে পরাজিত করে শেষ হাসি হাসে। খেলা শেষে প্রধান অতিথি রাজপুত্র সাচিং প্রু জেরী বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।