ইসমাইলুল করিম।
দেশে চলছে শৈতপ্রবাহ ও কনকনে শীত। পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ৩০০নং আসন বান্দরবানের সংসদ সদস্য টানা ৭ম বারের মত নির্বাচিত এমপি বীর বাহাদুর উশৈসিং। রবিবার দিনব্যাপী এমপির পক্ষ থেকে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানির সহযোগিতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে আব্দুল জলিল কোম্পানি নিজে গিয়ে বিভিন্ন হাট-বাজারে ছিন্নমূল ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
কম্বল বিতরণ বিষয় জানতে চাইলে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল কোম্পানি বলেন, শীতের তীব্রতা বাড়ার কারণে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল ও বেদে পল্লীর মানুষগুলো খুব কষ্টে মানবেতর জীবন-যাপন করছে। একটু উষ্ণতার জন্য পার্বত্য বান্দরবানবাসী অভিভাবক জননেতা বীর বাহাদুর পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি।