ইসমাইলুল করিম নিরব,ফাইতং |
বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের কর্মসূচি আওতায় মাঠ দিবসে ফসল: বোরো জাত: ব্রিধান- ৭৪ বিষয় সহ বিভিন্ন কৃষি ফসল উৎপাদন চাষাবাদ উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়ন ৫নং ওয়ার্ড খেদারবান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে (৬ মে’২৩ইং) শনিবার বিকালে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুকূ। এতে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিম হেলালী, ইউপি সদস্য মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), মহিলা ইউপি সদস্য, শাহেদা ইয়াছমিন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, মোহাম্মদ মহি উদ্দিন, সাংবাদিক ইসমাইলুল করিম, এছাড়াও বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, এবং খেদারবান ও সুতাবাদী কৃষকগণ সহ প্রমূখ বিশেষ অতিথি ছিলেন।